মাঝ সমুদ্রে ভাসছে ৪০০ অভিবাসনপ্রত্যাশী সমেত নৌযান

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক


ছবি- সি-ওয়াচ ইন্টারন্যাশনাল

অভিবাসীবাহী একটি নৌকা প্রায় ৪০০ আরোহী নিয়ে গ্রিস এবং মাল্টার মধ্যকার সমুদ্রে ভাসছে। নৌকাটি সেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। রোববার এই তথ্য জানিয়েছে অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা।

অ্যালার্ম ফোন টুইটারে বলেছে, সমুদ্রে ভাসতে থাকা নৌযানটি থেকে তারা একটি কল পেয়েছে। তারা ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত উদ্ধার অভিযান শুরু করেনি।

অ্যালার্ম ফোন জানায়, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌযানটি লিবিয়ার টোব্রুক উপকূল থেকে ছেড়ে যায়।

জার্মানভিত্তিক সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনালের টুইটার অ্যাকাউন্টে বলা হয়, তারা নৌযানটিকে খুঁজে পেয়েছে। নৌযানটির কাছাকাছি এলাকায় পণ্যবাহী দুটি জাহাজ রয়েছে। মাল্টার কর্তৃপক্ষ এই পণ্যবাহী জাহাজ দুটিকে উদ্ধারকাজ না করার জন্য নির্দেশ দিয়েছে। তবে তারা নৌযানটিতে জ্বালানি সরবরাহ করতে একটি জাহাজকে নির্দেশনা দিয়েছে।

নৌযানটির আরোহীরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। তাই এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সি-ওয়াচ ইন্টারন্যাশনাল।

নৌযানের নিচের অংশ (ডেক) পানিতে পূর্ণ হয়ে গেছে। নৌযানটির চালকও চলে গেছেন। ফলে নৌযানটিতে থাকা অভিবাসনপ্রত্যাশীরা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন এবং যেকোনও মুহূর্তে বিপদের আশঙ্কা রয়েছে।

গত সপ্তাহে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) মাল্টা উপকূল থেকে ৪৪০ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *