৭০টি কুমির খামার থেকে পালালো

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

বাসিন্দাদের ঘরের ভেতর থাকতে বলা হয়েছে

চীনে প্রবল ঝড়বৃষ্টির কারণে দেশটির এক খামার থেকে ৭০টির বেশি কুমির পালিয়েছে। দেশটির গুয়াংডং প্রদেশের মাওমিং শহরে ঘটেছে এ ঘটনা। খবর ডয়চে ভেলের।

চীনের মিডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির কারণে খামারে লেকের পানি ঢুকে যায়। এতে করে ৭০টিরও বেশি কুমির পালিয়েছে।

মাওমিং কর্তৃপক্ষ শহরের বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে বলেছেন। কুমিরগুলোর খোঁজ চলছে। কিন্তু সেখানে এতো বেশি ঝড়বৃষ্টি হচ্ছে যে, ভালো করে খোঁজও করা যাচ্ছে না।

চায়না ন্যাশনাল রেডিও (সিএনআর) জানিয়েছে, কুমিরগুলো এখনো পানিতেই আছে। তাদের ধরা যায়নি। দেশটির একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কী পরিস্থিতিতে কুমির পালালো তা তদন্ত করে দেখা হচ্ছে। কতগুলো কুমির পালিয়েছে, তার নির্র্দিষ্ট সংখ্যাও তাদের কাছে নেই।

বেইজিং নিউজের রিপোর্ট বলছে, জরুরি বাহিনীকে কুমির ধরার জন্য পাঠানো হয়েছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বৃষ্টির কারণে চারপাশ পানিতে ভরে গেছে। তাই কুমিরের খোঁজ করতে গিয়ে তারা ঝামেলায় পড়েছেন।

চামড়া ও মাংসের জন্য চীনে কুমির পালন করা হয়। সেইসঙ্গে চিরাচরিত ওষুধ তৈরির কাজেও দেশটিতে কুমির লাগে। খামারটিতে ৬৯টি পূর্ণবয়স্ক ও ছয়টি বাচ্চা কুমির ছিল। এই খামার ছিল লেকের কাছে। এ ছাড়া তাছাড়া ওই অঞ্চলে কুমির থিম পার্কও আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *