জাপানে জনশক্তি নেওয়ার আহ্বান চট্টগ্রাম চেম্বারের

অর্থ ও বাণিজ্য জাতীয়

অনলাইন ডেস্ক

জাপানে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওমর হাজ্জাজ। সোমবার চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেটরো) প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি রাইসা মাহবুব, জেটরো’র ঢাকাস্থ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি অ্যান্ডো, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, মোহাম্মদ আকতার পারভেজ, ওমর মুক্তাদির।

ওমর হাজ্জাজ বলেন, বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু জাপান। দেশের বর্তমান অবকাঠামো উন্নয়নে জাপানের বড় বিনিয়োগ রয়েছে। এর মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ, ঢাকা মেট্রোরেল এবং শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল অন্যতম। জাপানি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা করতে চিটাগাং চেম্বার জাপান ডেস্ক চালু করেছে। চেম্বার আগামী বছর ‘বে অব বেঙ্গল গ্রোথ সামিট’ আয়োজন এবং একটি বাণিজ্য প্রতিনিধি দল জাপান পাঠানোর পরিকল্পনা নিচ্ছে। জাপানের অব্যাহত উন্নয়ন সহযোগিতাকে আরও প্রসারিত করার লক্ষ্যে তিনি বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের অনুরোধ জানান।

জেটরো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইউজি আন্দো বলেন, জাপানি বিনিয়োগকারীরা আশা করেন ২০২৫ সালের মধ্যে জাপান-বাংলাদেশ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) সম্পন্ন হবে। এছাড়া কাস্টমস ক্লিয়ারেন্স প্রসিডিউরের জটিলতা সহজ করা গেলে বিনিয়োগকারীরা আরও বেশি আগ্রহী হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *