স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ শুরুর একদিন আগে আইসিসি তাদের নতুন র্যাংকিং প্রকাশ করেছে। সেখানে একই সঙ্গে র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন ভারতীয় ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ এবং অস্ট্রেলিয়ার ডানহাতি পেসার জশ হ্যাজলউড।
র্যাংকিংয়ে সেরা বোলারের তালিকায় শীর্ষে থাকা সিরাজের বর্তমান রেটিং ৬৬৯। সমান রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ান পেসারও।
মঙ্গলবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, সিরাজ শীর্ষে থাকলেও হ্যাজলউডও কোনো অংশে কম নয়। বিশ্বকাপের আগে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ থেকে ১১ রেটিং পয়েন্ট হারান সিরাজ। অন্যদিকে ওই ম্যাচে অস্ট্রেলিয়া জয় নিয়ে লজ্জাজনক ধবলধোলাই থেকে রক্ষা পায়। সেদিন হ্যাজলউড ৮ ওভার বল করে ৪২ রান খরচ করে ২টি উইকেট পান। যে কারণে ৬৬৯ পয়েন্টে স্থির থাকেন এই অজি পেসার। অন্যদিকে ওই ম্যাচে পয়েন্ট হারানোর পর সিরাজ নেমে আসেন ৬৬৯ পয়েন্টে। এতেই টেবিল র্যাংকিংয়ে হ্যাজলউডের সঙ্গে একই সমান্তরালে অবস্থান করছেন সিরাজ।
এবারের বিশ্বকাপে এককভাবে সেরা ব্যাটার ও সেরা অলরাউন্ডার পেলেও সেরা বোলার পাচ্ছেন না ক্রিকেটপ্রেমীরা।
৮৫৭ পয়েন্ট নিয়ে সেরা ব্যাটার হিসেবে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছেন পাকিস্তানের বাবর আজম। ভারতের ওপেনার শুভমান গিল আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।
এ ছাড়া আইসিসি র্যাংকিংয়ে সেরা ১০ অলরাউন্ডার র্যাংকিংয়ে রয়েছেন দুজন টাইগার। বরাবরের মতো ৩৫৯ রেটিং নিয়ে শীর্ষে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। আর ২০৯ রেটিং নিয়ে অষ্টম পজিশনে আছেন মেহেদী হাসান মিরাজ।