স্পোর্টস ডেস্ক
জয়ের সুবাস নিয়ে সিলেট টেস্টের পঞ্চম দিনে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট আর নিউজিল্যান্ডের প্রয়োজন ২০০ রান। চতুর্থ দিন ৭ উইকেটে ১১৩ রান করে দিন শেষ করেছিল নিউজিল্যান্ড। সেখান থেকেই পঞ্চম দিন শুরু করেছে তারা।
সকাল সকাল হাফসেঞ্চুরি তুলে নেন মিচেল। তবে বেশিক্ষণ টিকতে পারেননি তিন। দলীয় ১৩২ রানে তাকে প্যাভিলিয়নের পথ দেখান নাঈম হাসান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৮ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬২ রান। ইশ সোধি ১৭ ও অধিনায়ক টিম সাউদি ২১ রানে অপরাজিত আছেন।