ম্যারাডোনার মৃত্যুরহস্য উন্মোচনে, কাঠগড়ায় ৮ জন

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

ম্যারাডোনা

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা মারা গেছেন ২০২০ সালের ২৫ নভেম্বর। এতদিনেও তার মৃত্যুর কারণ জানা যায়নি। এখনো তদন্ত চলছে।

এবার এই বিশ্বজয়ী ফুটবলারের চিকিৎসার দায়িত্বে ছিলেন এমন আটজন চিকিৎসক ও সেবিকাকে দাঁড়াতে হবে কাঠগড়ায়। আদালত তাদের কাছে জানতে চাইবে ম্যারাডোনার মৃত্যুর কারণ।

মৃত্যুর কয়েক দিন আগে অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন ম্যারাডোনা। এরপর তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল বাড়িতে। ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসক এবং সেবিকা নিয়োজিত ছিলেন।

৬০ বছর বয়সে আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী ফুটবলারের মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করে আর্জেন্টিনা প্রশাসন। ম্যারাডোনার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে এবার চিকিৎসক এবং সেবিকা মিলিয়ে আটজনকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী দল। কাঠগড়ায় দাঁড়াতে হবে তাদের।

মৃত্যুর কয়েক দিন আগে ম্যারাডোনার অস্ত্রোপচার হয়েছিল। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর হঠাৎ মারা যান এই জগতখ্যাত ফুটবলার। অস্ত্রোপচারজনিত সমস্যার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করেন অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *