স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাঠকর্মী হিসেবে প্রায় দেড় যুগের বেশি সময় কাজ করেছেন আবদুল্লাহ আল মামুন। দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল পাচ্ছেন এখন।
নেপালের হোম অব ক্রিকেটের পিচ ও আউটফিল্ড আন্তর্জাতিকমানের করে তুলতে সহায়তা করছেন মামুন। নেপালের প্রধান কিউরেটর হিসেবে প্রায় দুমাস ধরে তিনি কাজ করছেন সেখানে।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের আমন্ত্রণে গত ফেব্রুয়ারি মাসে বিসিবির কিউরেটর শফিউল আলম বেলাল, সহযোগী কিউরেটর হুমায়ুন কবিরের সঙ্গে হেড অব গ্রাউন্ডসম্যান মামুন নেপালে যান। সেখানে একটি অনুশীলন সেশনে কাজ করার পর বাকি দুজন দেশে ফিরে আসেন।
মামুন মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সেখানে কাজ করবেন। বিদেশে প্রধান কিউরেটর হিসাবে কাজ করতে পেরে আনন্দিত মামুন বলেন, আমাদের গ্রাউন্ডসম্যানরা অনেক ভালো কাজ পারে। তাদের একটু সুযোগ এবং স্বাধীনতা দিলে তারাও ভালো করবে। তাছাড়া আমরা যার অধীনে কাজ করব তার পরিকল্পনানুয়ায়ী কাজ করতে হবে।
তাকে মুলপানি স্টেডিয়াম ছাড়া নেপালের জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে থাকা মাঠটিও দেখভাল করতে হচ্ছে। নেপালে এখন ছেলেদের এসিসি প্রিমিয়ার কাপ চলছে।
মামুন বলেন, আমি এখন দুটি মাঠ দেখছি। ওদের এনএসসির মাঠে অনুশীলন হয়। উইকেট আমি ঠিক করে দিয়েছি। একজন সহকারী কিউরেটর আছে। মূল মাঠ যেখানে খেলা চলছে, সেটার দেখাশোনা বেশি করছি।
মামুন ২০০৩ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠকর্মী হিসেবে কাজ শুরু করেন।