স্পোর্টস ডেস্ক
অনূর্ধ্ব-১৯ নারী সাফে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের সাগরিকা। আগামীকাল তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হচ্ছে,সঙ্গে পাচ্ছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও।
রোববার বেলা আড়াইটায় বাফুফের টার্ফে এক অনুষ্ঠানে বাংলাদেশেকে যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফিও দেওয়া হবে। এমনটি জানিয়েছেণ সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল।
শনিবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বাফুফের কাছে কাল আমরা ট্রফি বুঝিয়ে দেব। সাগরিকার ট্রফিও দেওয়া হবে কাল।’
এবারের অনূর্ধ্ব-১৯ নারী সাফের প্রথম ম্যাচে সাগরিকার জোড়া গোলে নেপালকে হারায় বাংলাদেশ। ভারতের বিপক্ষে তার একমাত্র গোলে জেতে বাংলাদেশ।
৮ ফেব্রুয়ারি ফাইনালে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তে সাগরিকার গোলে খেলায় ১-১ সমতায় ফেরে বাংলাদেশ। চার দলের টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনজন। দুজন ভারতের ও বাংলাদেশের সাগরিকা। তিনজনেরই গোল ৪টি করে। সবাইকে ছাপিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কারও পাচ্ছেন সাগরিকা।