স্পোর্টস ডেস্ক
পাকিস্তান-আফগানিস্তান
ক্রিকেট বিশ্বকাপ খেলতে ভারত সফরে রয়েছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধী স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে বাবর আজমরা।
অন্যদিকে পাকিস্তানের আরেকটি দল এশিয়ান গেমসের সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হয়।
চীনের হুয়াংজুতে অনুষ্ঠিত সেই ম্যাচে আগে ব্যাট করে ১৮ ওভারে ১১৫ রানেই অলআউট হয় কাসেম আকরামের নেতৃত্বাধীন পাকিস্তান দল।
টার্গেট তাড়া করতে নেমে ১৩ বল হাতে রেখে ৪ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান। এই জয়ে পাকিস্তানকে কাঁদিয়ে সোজা ফাইনালে উঠে যায় আফগানরা।
শুক্রবার আরেক সেমিফাইনালে বাংলাদেশ হেরে যায় ভারতের বিপক্ষে। শনিবার ফাইনালে ভারতের মুখোমুখি হবে আফগানরা। এদিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।