ইসরাইলে এবার লেবাননের হিজবুল্লাহর হামলা

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

ইসরাইলের তেল আবিবে হামাসের রকেট হামলার পরের দৃশ্য। ছবি: আল জাজিরা

ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের পর এবার ইসরাইলে হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহ। সংগঠনটির যোদ্ধারা ইসরাইলি সীমান্ত এলাকায় কামান ও গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

হিজবুল্লাহর বরাত দিয়ে আজ রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফরাসি সংবাদমাধ্যমটি এক প্রতিবেদনে বলেছে, লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইল অধিকৃত লেবাননের শেবা খামারের তিনটি অবস্থানে আক্রমণ চালিয়েছে তাদের যোদ্ধারা। এই হামলায় বিপুল পরিমাণ কামানের গোলা ও গাইডেড (সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইরান-সমর্থিত হিজবুল্লাহ আরও জানায়, হিজবুল্লাহ শনিবার ফিলিস্তিনি সংগঠন হামাসের ইসরাইলের বিরুদ্ধে আকাশ, সমুদ্র ও স্থলপথে হামলার সঙ্গে একাত্মতা ঘোষণা করছে এবং তার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

এর আগে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, লেবাননের দক্ষিণাঞ্চলে কামানের গোলাবর্ষণ করতে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। ওই অঞ্চল থেকে আসা হামলার প্রত্যুত্তরে পাল্টা হামলার চালানোর কথা জানায় তেল আবিব।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, লেবাননের যে অঞ্চল থেকে হামলা চালানো হচ্ছে, তার জবাবে সেখানে পালটা গোলাবর্ষণ শুরু করেছে তাদের বাহিনী। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।

এর আগে গতকাল শনিবার হিজবুল্লাহ অপর এক বিবৃতিতে জানায়, তারা গাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ফিলিস্তিনি প্রতিরোধের নেতৃত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে।

শনিবার (৭ অক্টোবর) আকাশ, স্থল ও জলপথ থেকে ইসরাইলে অন্তত পাঁচ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে হামাস। এর জবাব পালটা হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। অবরুদ্ধ গাজায় অবস্থানরত হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে তারা। দুই পক্ষের পালটাপাল্টি হামলায় ইসরাইল ও ফিলিস্তিনের কমপক্ষে চার শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *