স্পোর্টস ডেস্ক
মেহেদী হাসান মিরাজ।
বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচে সব বিভাগেই আফগানদের কাবু করে জয় তুলে নিয়েছেন টাইগাররা।
ব্যাটে-বলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। বোলিংয়ে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে দারুণ এক ফিফটি হাঁকিয়ে দলের জয় সহজ করেছেন মিরাজ।
তার দারুণ অলরাউন্ড পারফরম্যান্সে আনন্দে ভাসছে গোটা দেশ। ম্যাচ শেষে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথাও জানান মিরাজ।
২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন মিরাজ। এবার লড়াই মূল বিশ্বকাপে।
বড়দের বিশ্বকাপে সেরা হওয়ার স্বপ্ন দেখছেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘বড় টুর্নামেন্টে যদি অলরাউন্ড পারফর্ম করতে পারি তা হলে তো আমারও ভালো, দলেরও ভালো।
অবশ্যই— এটি তো সবারই স্বপ্ন থাকে।’এ ছাড়া মিরাজ আরও বলেন, ‘আমরা এভাবে চিন্তা করিনি। কী হবে না হবে এটা শুরু থেকেই কখনো ভাবিনি। আমাদের চিন্তা ছিল বল টু বল খেলা। বলাররা ভালো বল করব, ব্যাটাররা রান করবে। ফল তো শেষে আসবে।
ফল নিয়ে ভাবলে আসল কাজ ভুলে যাব। ফল কিন্তু আমাদের পক্ষেই এসেছে। বোলাররা শুরুতে ভালো না করলেও পরে কামব্যাক করেছে।’