সুবর্ণবাঙলা ডেস্ক
ব্যাট হাতে নামার আগেই ফিল্ডিংয়ে নজির গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এতদিন বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড ছিল অনিল কুম্বলের। ১৪টি ক্যাচ নিয়েছিলেন জাম্বো। আজ মিচেল মার্শের ক্যাচ নিতেই কুম্বলেকে টপকে শীর্ষে চলে গেলেন কোহলি। যশপ্রীত বুমরার বলে স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন। রিয়্যাকশন টাইম খুবই কম ছিল। একদিনের বিশ্বকাপে এটা কোহলির নেওয়া ১৫তম ক্যাচ। এদিন দারুণ ফিল্ডিং করে ভারতীয় দল। অন্যদিকে এদিন চিপকে নতুন রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। একদিনের বিশ্বকাপে কম ইনিংসে দ্রুততম ১০০০ রানের নজির গড়লেন অস্ট্রেলিয়ার ওপেনার। ১৯তম ইনিংসে এই মাইলস্টোন ছুঁলেন। এর আগে এই কীর্তির মালিক ছিলেন শচীন তেন্ডুলকার এবং এবি ডিভিলিয়ার্স। বিশ্বকাপের ২০তম ইনিংসে এই লক্ষ্যে পৌঁছেছিলেন দুই প্রাক্তনী।