সুবর্বাঙলা ডেস্ক
ক্রিকেটের বাইশ গজ থেকে সরাসরি রুপোলি পর্দায় প্রবেশ বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের।
একটি শর্টফিল্মে অভিনয় করেছেন সাকিব। সেই ছবি দ্রুত মুক্তি পাবে। ছবির নাম ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’। মূলত একটি মোবাইল কোম্পানির জন্য তৈরি এই ছবিটি।
আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন চট্টগ্রামের সিআরবিতে স্বল্প দৈর্ঘ্যের এই ছবির শুটিং করেছিলেন সাকিব। সাকিব ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার সহ আরও একাধিক অভিনেতা। ছবির সব কাজ শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষা। কাঙ্ক্ষিত মুক্তির পরই সাকিব ভক্তরা তাদের নায়ককে দেখতে পাবেন রুপোলি পর্দায়।