হাইভোল্টেজ ফাইনালের দিনে সালাউদ্দিনের হেলিকপ্টার ভ্রমণ

খেলাধুলা

ক্রীড়া প্রতিবেদক

ছবি: মীর ফরিদ

বেশ আয়োজন করে তিনি আবাহনী-মোহডামেডানের ফেডারেশন কাপ ফাইনাল দেখতে গিয়েছিলেন- হেলিকপ্টারে চড়ে। কিন্তু বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের শেষ পর্যন্ত ভ্রমণটাই মুখ্য হয়েছে। কারণ ক্ষণে ক্ষণে রঙ বদলানো এই ম্যাচের শেষটাই যে তিনি দেখেননি।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে সালাউদ্দিন আবার হেলিকপ্টারে করে মাঠ ছেড়েছেন।

তখনো শিরোপা কার ঘরে যায় তা নিয়ে অনিশ্চয়তা, মাঠে কিংবা টিভির সামনের দর্শক কেউ খেলা ছেড়ে উঠতে পারছিলেন না। কিন্তু সালাউদ্দিনের সেই ধৈর্য্যটুকু হয়নি। যা নিয়ে মাঠেই অনেকে সমালোচনায় মুখর হয়েছেন।
বাফুফে এবং কাজী সালাউদ্দিনের বিতর্কিত কর্মকাণ্ডে এমনিতেই চারদিকে সমালোচনার ঝড়।

নতুন করে সামলোচিত হলেন তিনি। ফেডারেশনের মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তারকে সঙ্গী করে তিনি খেলা দেখতে গিয়েছিলেন। পুরস্কার বিতরণীতে এই দুজনের কেউই ছিলেন না। সহসভাপতিদের মধ্যে ছিলেন আতাউর রহমান ভূইয়া মানিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *