টি-টোয়েন্টি বিশ্বকাপে লকি ফার্গুসনের বিশ্বরেকর্ড

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক


লকি ফার্গুসন

টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বরেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের তারকা পেস বোলার লকি ফার্গুসন। গতকাল সোমবার পাপুয়া নিউ গিনির বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কৃপণতম বোলিং করেছেন কিউই এই তারকা পেসার।

এদিন ফার্গুসন চার ওভার বোলিং করে কোনও রান খরচ করেননি। চারটি ওভারই মেডেন দিয়েছেন। শুধু তাই নয়, তিনটি উইকেটও নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে এটাই সেরা বোলিং ফিগার।

এর আগে ২০২১ সালে পানামার বিপক্ষে কানাডার সাদ বিন জাফরও চারটি মেডেন ওভার করেছিলেন। তবে তিনি দুটি উইকেট পেয়েছিলেন। তার সেই রেকর্ড ভেঙে দিলেন ফার্গুসন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এত দিন পর্যন্ত সর্বাধিক দুটি মেডেনের ইতিহাস রয়েছে তিন বোলারের। তার মধ্যে এবারের আসরে বাংলাদেশের তরুণ তারকা পেসার তানজিম হাসান সাকিব গতকাল নেপালের বিপক্ষে দুটি মেডেন ওভার করেন।

২০১২ সালে শ্রীলংকার তারকা অফ স্পিনার অজন্তা মেন্ডিস জিম্বাবুয়ের বিপক্ষে এবং ভারতের হরভজন সিংহ ইংল্যান্ডের বিপক্ষে দুটি করে মেডেন ওভার করেছিলেন।

সোমবার নিউজিল্যান্ডের তারকা পেসার ফার্গুসন পাপুয়া নিউ গিনির অধিনায়ক আসাদ ভালা, চার্লস আমিনি ও চাদ সোপারকে আউট করেন। তার বোলিং তোপে ১৯.৪ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি।

টার্গেট তাড়া করতে নেমে ৪৬ বল হাতে রেখেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়। তারা আসরের প্রথম দুই ম্যাচে আফগানিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেই বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে ছিটকে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *