স্পোর্টস ডেস্ক
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত নারী ক্রিকেট দল।
এদিন তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আগে ব্যাট করে ফারজানা হক পিংকির (১০৭) রেকর্ড সেঞ্চুরিতে ভর করে ৪ উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ।
টার্গেট তাড়া করতে নেমে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও জিততে পারেনি ভারত। ৪৯.৩ ওভারে ২২৫ রানে অলআউট হয় হারমনপ্রিত কৌরের নেতৃত্বাধীন ভারতীয় নারী ক্রিকেট দল।
এদিন বৃষ্টির কারণে খেলার সময় নষ্ট হয়। যে কারণে ম্যাচের নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ায় খেলা সুপার ওভারে গড়ায়নি। ম্যাচটি শেষপর্যন্ত টাই হয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলাটি টাই হওয়ায় সিরিজ ১-১ ড্র হয়।
টার্গেট তাড়ায় ২১ বলে ১৪ রান করে ফেরেন হারমনপ্রিত কৌর। তিনি আম্পায়ারের আউটের সিদ্ধান্তে মেজাজ দেখান। ব্যাট দিয়ে স্টাম্প ভেঙে দেন। ম্যাচ শেষে আম্পায়ারদের নিয়েও বাজে মন্তব্য করেন।
এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ওদের আচরণ দেখে আমি কেন কষ্ট পাব। আমাদের বাংলাদেশের মেয়েরাতো এমন আচরণ করেনি, করেছে ভারতের মেয়েরা। এজন্য ভারতীয় ক্রিকেট বোর্ডেরই কষ্ট পাওয়ার কথা।
আম্পায়ারদের সঙ্গে বাজে আচরণের কারণে ম্যাচ রেফারি ভারতীয় অধিনায়ক হারমনপ্রিত কৌরের ৭৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করেন। এছাড়া মাঠে বাজে আচরণ করায় দুটি এবং প্রেজেন্টেশনে আম্পায়ারিং নিয়ে বিরূপ মন্তব্য করা একটি- মোট তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন হারমনপ্রিত।
এ ব্যাপারে নাজমুল হাসান পাপন বলেন, ম্যাচের নিয়ম-কানুন আছে। সেই আইন সবারই জানা। এগুলো নিয়ন্ত্রণ করে আইসিসি। সেই সঙ্গে ম্যাচে কিছু হলে তার দায়িত্ব ম্যাচ রেফারির ওপর বর্তায়।
IND-W captain Harmanpreet hit the stumps, shouts at the umpire then showed middle finger & thumb to the fans after given LBW by the umpire, claiming it was bat. little did she know the catch was taken as well by the fielder. Again complained about the umpire at match presentation pic.twitter.com/VbjrT1Ijp7
— SazzaDul Islam (@iam_sazzad) July 22, 2023