সুবর্ণবাঙলা অনলাইন প্রতিবেদন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় হালিমা বেগম (৩৭) নামের এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত ওই নারীর কন্যা হানিফাকে (৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বিকালে ফেনীর বাথিয়ারা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হালিমা ফেনী শহরতলীর পূর্ব বিজয়সিংহ গ্রামের আমির হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার বিকালে রাস্তার পাশ দিয়ে মেয়েকে নিয়ে হাঁটছিলেন ওই নারী। এ সময় তারা বিসিক রাস্তার মাথায় পৌঁছলে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নেওয়ার পথে হালিমা আক্তারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হালিমার মেয়ে হানিফাকে ফেনীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় মা-মেয়েকে হাসপাতালে নেওয়ার পর হালিমা আক্তার মারা গেছে বলে শুনেছি। ঘাতক বাস পালিয়ে গেছে।