স্পোর্টস ডেস্ক
রোহিত শর্মা-বাবর আজম
এশিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত-পাকিস্তান। এই দুই দলের খেলা মানেই বাড়তি উত্তেজনা। ম্যাচের পরতে পরতে থাকে রোমাঞ্চ।
অতীতের মতো এবারের বিশ্বকাপেও হাইভোল্টেজ ম্যাচ হিসেবে বিবেচনা করা হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচকে। ধারণা করা হয়েছিল এই ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই হবে। কিন্তু হতশ্রী ব্যাটিং আর ছন্নছাড়া বোলিংয়ে ভারতের বিপক্ষে স্রেফ উড়ে যায় পাকিস্তান।
শনিবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান।
টার্গেট তাড়া করতে নেমে ১১৭ বল হাতে রেখে ৭ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে তৃতীয় পজিশন থেকে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হটিয়ে শীর্ষে উঠে যায় বিশ্বকাপের স্বাগতিকরা।
ভারত নিজেদের প্রথম তিন ম্যাচে বিশ্বকাপের রেডর্ক পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তানের পর আজ পাকিস্তানকে পরাজিত করে।
শনিবার পাকিস্তানকে হারানোর পর ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা বলেন, আমরা খুব বেশি উত্তেজিত হতে চাই না এবং খুব কমও হতে চাই না। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট। সেমিফাইনালের আগে প্রতিটি দলকে নয়টি করে ম্যাচ খেলতে হবে। শিরোপা জয়ের আগ পর্যন্ত আমাদের ধারাবাহিক পারফর্ম করে যেতে হবে।