অনলাইন ডেস্ক
অপু বিশ্বাস-বুবলী
মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হবে ঈদ। অন্য সাধারণ মানুষের মত ঢাকার শোবিজের তারকারাও এই ঈদে পশু কোরবানি দিয়ে থাকেন।
জানা গেছে, প্রতিবারের মত এবারও কোরবানি দিচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি গরু কোরবানি দিচ্ছেন বলে জানিয়েছেন। নায়িকার ভাষ্য, কোরবানির ঈদ তো আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হবে ঈদ। এই ঈদ আমাদের ত্যাগি হতে শেখায়। পশু কোরবানির মাধ্যমে মনের পশুত্বকেও কোরবানি দিতে শেখায়। প্রতি বছরের মত এবারের ঈদেও গরু কোরবানি দিব।
অন্যদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসও এবার কোরবানি দিচ্ছেন। ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দেবেন এই নায়িকা। ইতোমধ্যে সাদা রঙ্গের একটি ছাগল কিনে এনেছেন তিনি।
উল্লেখ্য, এবারের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমা। এমডি ইকবাল পরিচালিত এই ছবিতে বুবলীর বিপরীতে রয়েছেন চিত্রনায়ক রোশান।