সুবর্ণবাঙলা ওয়েবডেস্ক
লখনউ: বাইকে যাচ্ছিলেন সেনাকর্মী। সঙ্গে ছিল স্ত্রী ও দুই সন্তান। পথে আচমকাই বিপত্তি। আচমকাই পুরো পরিবারটির সামনে চলে আসে একটি রাগী ষাঁড়। তাকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টাও করেন ওই সেনাকর্মী। কিন্তু কোনও কারণে ক্ষেপে থাকা সেই ষাঁড় তা হতে দিল না। মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গুঁতো মারে বাইকটিতে। এই আচমকা আক্রমণে প্রাণ হারান ওই সেনাকর্মী। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের আমরোহা জেলার বাবনখেড়ি এলাকায়।
জানা গিয়েছে, সেনাকর্মীর স্ত্রী ও দুই সন্তানও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। ষাঁড়ের গুঁতোয় বাইকটি ছিটকে গিয়ে একটি গর্তে গিয়ে পড়ে। এরফলে গুরুতর চোট পেয়ে মৃত্যু হয় ওই সেনাকর্মীর। ভারতে এদিক সেদিক ঘুরতে থাকা মালিকানাহীন গবাদি পশু একটি বড় সমস্যা। প্রায়শই এই পশুগুলি দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। যদিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি গৌশালা নির্মাণ করে এই সমস্যা সমাধানের দাবি করেছেন। তবে বাস্তব আর দাবির মধ্যে ফারাকই বেশি বলে মনে করছেন অনেকে।