ইত্তেফাক অনলাইন ডেস্ক
হামাস-ইসরায়েলের সংঘাতের জেরে দ্বিতীয় সপ্তাহের মতো মধ্যপ্রাচ্যের বাজারে বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শুক্রবার (২০ অক্টোবর) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে ব্যারেলপ্রতি এক ডলারেরও বেশি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৫টার দিকে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ছিল আগের সেশনের তুলনায় ১ দশমিক ২৩ মার্কিন ডলার বেশি। এসময় ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৬১ ডলারে বিক্রি হচ্ছিল এই তেল।
এছাড়া, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও একই হারে, অর্থাৎ ১ দশমিক ২৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলার ৭১ সেন্ট হয়েছে।
বিশ্লেষক টনি সাইকামোর রয়টার্সকে বলেন, বড় উদ্বেগের বিষয় হল যে এই সপ্তাহের শেষে গাজায় আইডিএফ (ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী) প্রবেশের বিষয়ে আমরা উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা দেখছি। এর অর্থ হলো অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে।
উল্লেখ্য, ইসরায়েলে হামাসের হামলার পরদিন থেকেই বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করে। এরপর তা কিছুটা কমে গত শুক্রবার আবার বৃদ্ধির ধারায় ফেরে। এরপর গত সোমবার তা ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়ে যায়।