সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলি পুলিশের কাছে ইউনিফর্ম বিক্রির দীর্ঘদিনের চুক্তি বাতিল করেছে ভারতের কেরালাভিত্তিক পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান মারিয়ান অ্যাপারেল প্রাইভেট লিমিটেড। কেরালার কান্নুর জেলার কুথুপারম্বুতে প্রতিষ্ঠানটির ইউনিফর্ম ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে এবং এটি সারা বিশ্বে পোশাক রপ্তানিতে যুক্ত। খবর হিন্দুস্তান টাইমসের।
কেরালার শিল্পমন্ত্রী পি রাজীব বৃহস্পতিবার বলেছিলেন, রাজ্যের একটি পোশাক সংস্থা ২০১৫ সাল থেকে ইসরায়েলি পুলিশের জন্য ইউনিফর্ম তৈরি করে আসছে। সংস্থাটি এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত পরবর্তী অর্ডার গ্রহণ এবং সাপ্লাই বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শিল্পমন্ত্রী একটি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যেহেতু এই অঞ্চলে শান্তি পুনঃস্থাপিত না হওয়া পর্যন্ত হাসপাতালসহ বিভিন্ন স্থানে বোমা হামলা এবং নিরপরাধ মানুষকে হত্যা করার ব্যাপারে নৈতিক আপত্তি রয়েছে, তাই মারিয়ান অ্যাপারেলস ইসরায়েলের পরবর্তী অর্ডার গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রতিষ্ঠানটি তারা একই বিষয়ে একটি মিডিয়া প্রজ্ঞাপনও জারি করেছে।’
মন্ত্রী আরও বলেছেন, টমাস ওলিকাল নামে একজন মালয়ালী দ্বারা পরিচালিত ফার্মের কান্নুরে একটি প্রোডাকশন ইউনিট রয়েছে যেখানে ১ হাজার ৫০০ কর্মী নিযুক্ত রয়েছে এবং এর ৯৫ শতাংশই নারী। চমৎকার টিম ওয়ার্কের কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের পোশাক তৈরি করতে সক্ষম হয়েছে বলে তিনি জানান।
ওলিকাল বলেন, ‘আমি চাই চলমান যুদ্ধ দ্রুত শেষ হোক এবং এই অঞ্চলে শান্তি ফিরে আসুক।’
ইসরায়েলি পুলিশ ছাড়াও কেরালার প্রতিষ্ঠানটি ফিলিপাইন আর্মি, কাতার এয়ার ফোর্স, কাতার পুলিশ, ব্রিটিশ এবং আমেরিকান নিরাপত্তা সংস্থা, মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি স্কুল এবং বিদেশি দেশে অগ্নি ও উদ্ধার কর্মীদের জন্য ইউনিফর্ম সরবরাহ করে থাকে।