বিল দিতে গিয়ে ২০ বার হার্ট অ্যাটাকের নাটক, অতঃপর…

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

রেস্টুরেন্ট

নিয়মিত রেস্তোরাঁয় গিয়ে জমিয়ে খানাপিনা করতেন তিনি। কিন্তু বিল দিতে গিয়েই হতো যত বিপত্তি। লম্বা বিল মেটাতে গিয়েই হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়তেন তিনি। রেস্তোরাঁ কর্তৃপক্ষ ওই অবস্থায় বিল চাওয়ার পরিবর্তে উল্টো তাকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করতেন। এ পর্যন্ত সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই ছন্দপতন।

ধরা পড়ে এখন শ্রীঘরে ঠাঁই হয়েছে ওই স্প্যানিশ ব্যক্তির। ডেইলি লাউডের খবরে বলা হয়েছে, স্পেনের ব্লাঙ্কা অঞ্চলের পুলিশ ওই প্রতারককে গ্রেফতার করেছে যে দিনের পর দিন লোক ঠকানোর অভিনব পন্থা নিয়েছিল। কুড়িটি রেস্তোরাঁকে বোকা বানানোর পর একুশ নম্বরে ধরা পড়ে গেলেন অভিযুক্ত। ৫০ বছর বয়সী লোকটির ছবি স্পেনের একাধিক রেস্তোঁরাগুলিতে পাঠিয়ে সতর্ক করা হয়েছে। পুলিশের উদ্ধৃতি দিয়ে, আউটলেট বলেছে যে, তিনি ২০টিরও বেশি রেস্তোরাঁকে এভাবেই ঠকিয়েছেন। কিন্তু তিনি গত মাসে ধরা পড়েন যখন একটি রেস্তোরাঁর কর্মীরা তার হাতে ৩৭ ডলারের বিল ধরিয়ে দেয়।

স্টাফ সদস্য চলে গেলে, লোকটি চলে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাকে থামানো হয়েছিল এবং জানানো হয়েছিল, তাকে এখনই বিল দিতে হবে।

প্রতারক তখন দাবি করেন, তিনি তার হোটেলের রুম থেকে টাকা আনতে যাচ্ছিলেন, কিন্তু কর্মীরা তাকে যেতে দেয়নি। সেই মুহূর্তে তিনি হার্ট অ্যাটাকের নাটক শুরু করেন। রেস্তোরাঁর ব্যবস্থাপক একটি স্প্যানিশ সংবাদ আউটলেটকে বলেছেন, বিষয়টি খুবই নাটকীয় ছিল, তিনি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে লুটিয়ে পড়েন। কিন্তু আমরা তার কারসাজি ধরে ফেলি।

তিনি রেস্তোরাঁর কর্মীদের একটি অ্যাম্বুলেন্স ডাকতে বলেন, কিন্তু তারা তা করতে অস্বীকার করেন এবং পরিবর্তে পুলিশকে জানান। যখন পুলিশ এসে পৌঁছায়, তারা লোকটিকে চিনতে পেরেছিল এবং তাকে গ্রেফতার করেছিল। স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই জানিয়েছে যে, লোকটির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, একটি পোলো শার্ট, ট্র্যাকিং জুতা এবং সুপরিচিত ব্র্যান্ডের একটি ভেস্ট। ২০২২ সালের নভেম্বর থেকে তিনি এই শহরে বসবাস করছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *