রাশিয়ার এসবার ব্যাংক শাখা খুলতে চায় বাংলাদেশে

অর্থ ও বাণিজ্য আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা ডেস্ক

রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক এসবার এবার বাংলাদেশে শাখা খোলার বিষয় খতিয়ে দেখছে। এ লক্ষ্যে তারা ইতোমধ্যে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছে।

বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, শাখা খোলার বিষয়ে এসবার ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশে ব্যাংকের সঙ্গে দুদফা আলোচনা করেছে।

এসবার ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সহজ করতে ও ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন চালু করতে তারা বাংলাদেশে শাখা খুলতে চায়।

এসবার ব্যাংকের নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতোলি পপভ বলেছেন, বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা করা রুশ ক্লায়েন্টদের অনুরোধে ব্যাংকিং সেবা চালুর সব শর্ত ও সম্ভাবনা পর্যালোচনা এবং খতিয়ে দেখা হচ্ছে।

২০২২ সালের ফেব্র“য়ারিতে ইউক্রেনে ‘সামরিক অভিযান’ শুরুর পরপরই মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে এসবার ব্যাংক। তাছাড়া ইউরোপীয় বাজার থেকেও এ ব্যাংককে প্রত্যাহার করা হয়। পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখে রাশিয়া এখন এশিয়ায় তাদের ব্যবসায়িক অংশীদার খুঁজছে। তাই ‘এসবার’ ভারত ও বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *