জুলাইয়ের তিন সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত ২০ হাজারের বেশি

জাতীয় স্বাস্থ্য ও চিকিৎসা

সুবর্ণবাঙলা প্রতিবেদন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৯৬ জন। এ নিয়ে চলতি মাসের প্রথম তিন সপ্তায় ২০ হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা সিটিতে ৪০৩ এবং ঢাকা সিটির বাইরে বিভিন্ন হাসপাতালে ৪৯৩ জন ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৫৬০ এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ২ হাজার ৫১৬ জন রোগী।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ২৮ হাজার ৪৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ১৭ হাজার ৬৪৬ এবং ঢাকার বাইরে ১০ হাজার ৭৯৭ জন। এদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৪০ জন মারা গেছেন।

অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ২১১ জন। এর মধ্যে ঢাকায় ১৩ হাজার ৯৬৪ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৫৬ জন। এর মধ্যে ঢাকায় ৩৬৪ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৩৯২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *