সুবর্ণবাঙলা ডেস্ক
এবার অবরুদ্ধ গাজা উপত্যকার আল কুদস হাসপাতাল খালি করার হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল।
হাসপাতালের বেসামরিকদের না সরালে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরাইলি বাহিনী।
কর্তৃপক্ষ জানায়, সেখানে অবস্থানরতদের দক্ষিণাঞ্চলে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো মুহূর্তে সেখানে হামলা চালানো হবে বলেও তারা নিশ্চিত করেছে।
এদিকে গাজায় যারা ফিরে আসবে বা যারা ছেড়ে যেতে অস্বীকার করবে তাদের সন্ত্রাসী বলে গণ্য করা হবে বলে জানিয়েছে ইসরাইলের সেনাবাহিনী।
শনিবার সকাল থেকেই মোবাইল ফোনে এ বার্তা দিয়ে বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সেনাবাহিনী বলছে, যারা গাজায় অবস্থান করবে, তাদের চরম পরিণতি ভোগ করতে হবে।