গাজা যুদ্ধের ‘অনিবার্য সম্প্রসারণ’ নিয়ে সতর্ক করল ইরান

আন্তর্জাতিক

ইসরায়েলে অস্ত্র রপ্তানি ১০ গুণ বাড়িয়েছে জার্মানি -রয়টার্স

ইসরায়েলের ক্রমবর্ধমান আগ্রাসনের কারণে গাজা যুদ্ধের পরিধির সম্প্রসারণ অনিবার্য বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান। শুক্রবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানির সঙ্গে ফোনালাপে এ কথা বলেন তিনি। এদিকে যুদ্ধের এই ভয়াবহতার মধ্যে ইসরাইলে অস্ত্র রপ্তানি ১০ গুণ বাড়িয়েছে জার্মানি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে যুদ্ধের পরিধি সম্প্রসারণ অনিবার্য হয়ে উঠেছে। এ সংঘাতের অনিবার্য সম্প্রসারণ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এক পোস্টে আমিরআবদুল্লাহিয়ান লেখেন, তেল আবিবের অপরাধ অব্যাহত রাখার সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি লেখেন, নেতানিয়াহু ভুয়া ইসরায়েলি শাসনের ভিত্তিকে আরো নড়বড়ে করে দিয়েছেন এবং গাজায় নারী ও শিশুদের গণহত্যায় ইহুদিবাদী শাসকের অপরাধী, সহিংস ও আগ্রাসি চেহারা প্রকাশ করেছেন। নিঃসন্দেহে ভবিষ্যৎ ফিলিস্তিনের জন্য এটা বড় ধরনের বিপদ সংকেত।

গাজা শাসনের দায়িত্বে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। জবাবে ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করে। এরপর থেকেই আন্তঃসীমান্ত সংঘাত এবং আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ইসরাইল ও হামাসের মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মধ্যে সীমান্তে বেশ কয়েক বার হামলা-হামলার ঘটনা ঘটেছে। এদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে তেল আবিবে অস্ত্র রপ্তানি ১০ গুণ বাড়িয়েছে জার্মানি। রপ্তানি করা সমরাস্ত্রের মধ্যে বেশির ভাগই ছিল আকাশ প্রতিরক্ষা ও যোগাযোগ সংক্রান্ত যন্ত্রাংশ। জার্মান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার তুরস্কের সংবাদমাধ্যম ‘পলিটিকস টুডে’ এ খবর জানিয়েছে। জার্মান অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের ২ নভেম্বর পর্যন্ত ইসরায়েলে জার্মানির অস্ত্র রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ৩২ কোটি ৩০ লাখ ডলার। অথচ ২০২২ সালে এই অস্ত্র রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৩ কোটি ৪০ লাখ ডলার। আর ইসরাইলে এসব সামরিক সরঞ্জাম রপ্তানির অনুমোদন দিচ্ছে ফেডারেল সরকার।

গত মাসে ব্রাসেলসে ন্যাটোর এক বৈঠকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন, ইসরায়েলের নৌবাহিনীর জন্য যুদ্ধাস্ত্রের অনুরোধ করছে। আর তারা ইসরায়েলের এ অনুরোধ রাখবেন। গাজায় গত মাসে ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে তেল আবিবের প্রতি নিরঙ্কুশ সমর্থন জানিয়ে আসছে জার্মানি। একই সঙ্গে ইসরায়েলকে নতুন করে আরো বিপুল পরিমাণ অস্ত্র সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেয় দেশটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *