গাজায় ইসরাইলি গণহত্যার কোনো প্রমাণ নেই -যুক্তরাষ্ট্র !

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, গাজায় ইসরাইল গণহত্যা চালাচ্ছে – এমন প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে নেই। সিনেট আর্মড সার্ভিসেস কমিটিকে অস্টিন বলেন, ‘আমাদের কাছে এর কোনো প্রমাণ নেই।’

সিনেটের এক শুনানিতে আরকানসাসের রিপাবলিকান সিনেটর টম কটন অস্টিনকে জিজ্ঞাসা করেন, গ্রিনলাইটিং গণহত্যার জন্য বিক্ষোভকারীরা আপনাকে অভিযুক্ত করেছেন। আপনি এই অভিযোগের কী জবাব দিতে চান?

ইসরায়েলের তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা সিটি। ছবি: সংগৃহীত

জবাবে অস্টিন বলেন, আমরা ইসরায়েলকে নিরাপত্তা সহায়তা দিয়ে তার ভূখণ্ড ও জনগণকে রক্ষায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই, আপনারা জানেন ৭ অক্টোবর যা ঘটেছিল, তা সত্যিই ভয়ঙ্কর ছিল।

গত ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হওয়ার পর গাজায় ইসরায়েলের তাণ্ডবে ৩৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার ২৩ লাখ জনসংখ্যার প্রায় সবাই বাস্তুচ্যুত হয়েছেন।


ইসরায়েলের তাণ্ডবে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা সিটি। ছবি: সংগৃহীত

মূলত যুক্তরাষ্ট্রই ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক সমর্থক। সব ধরণের সহায়তা দিয়ে তারা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আসছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যে যুদ্ধ, সেখানেও যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তথ্যসূত্র: আলজাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *