ট্রেনে সন্তান প্রসবকারী নারী ও নবজাতকের জন্য রেলমন্ত্রীর উপহার

অন্যান্য জাতীয় পরিবহণ-পর্যটন ও যোগাযোগ

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

সোমবার (৮ এপ্রিল) খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগিতে সন্তান প্রসবকারী নারী স্বর্ণা আক্তার ও তার নবজাতক সন্তানের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্টের অফিসে স্বর্ণা আক্তারের হাতে রেলমন্ত্রীর পাঠানো উপহার সামগ্রী হস্তান্তর করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।

এদিকে মঙ্গলবার দুপুরে রাজশাহী থেকে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে করেই স্বর্ণা আক্তার ও তার নবজাতক সন্তান বাড়ি ফিরেছেন। স্বর্ণা ও তার নবজাতকের বাড়ি ফেরার জন্য রেলমন্ত্রীর নির্দেশে একটি ডাবল কেবিনের ব্যবস্থা করে দেয় পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ে কর্তৃপক্ষের আতিথিয়েতায় খুশি ও সন্তুষ্ট বলে উপস্থিত সাংবাদিকদের জানান প্রসূতি স্বর্ণা আক্তার।

উল্লেখ্য, ঈদ যাত্রায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ একপ্রেস ট্রেনে সোমবার বেলা ১১টা ৪০ মিনিটে ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার (২০)। স্বর্ণা আক্তার ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়াসিন আরাফাতের স্ত্রী।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ট্রেনটি তখন ঈশ্বরদীর কাছাকাছি এলাকায়। হঠাৎ ট্রেনের মধ্যেই স্বর্ণা আক্তারের প্রসব ব্যথা শুরু হয়। ট্রেনের কনডাক্টর গার্ড তাপস কুমার দে ও অ্যাটেনডেন্ট ইমরান হোসেনের মাধ্যমে খবর পান গার্ড ইলিয়াস কবির সেলিম। তখন ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে কোনও চিকিৎসক থাকলে প্রসবের ব্যাপারে সহায়তা চাওয়া হয়। ট্রেনের মাইকে ঘোষণা শুনে এগিয়ে আসেন যাত্রী হিসেবে থাকা ডা. নাজনীন আক্তার।

এ সময় বগিতে থাকা অন্যান্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে বের করে দেন কাপড়। তা দিয়ে বগির ভেতরে ‘ওটি’ তৈরি করা হয়। এরপর ওই চিকিৎসক ও একজন প্রশিক্ষিত মিডওয়াইফের তত্ত¡াবধানে ১০ মিনিটের মধ্যে ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার।
ট্রেনটি দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক নিজেই ছুটে যান উপহারসামগ্রী নিয়ে। তারপর রেলওয়ের অ্যাম্বুলেন্সে করেই নবজাতকসহ প্রসূতিকে একটি ক্লিনিকে পাঠানো হয়।
অসীম কুমার তালুকদার আরও জানান, সন্তান প্রসবের জন্য স্বর্ণা আক্তারকে রাজশাহীর একটি ক্লিনিকে আনা হচ্ছিল। আসার পথে ট্রেনের ভেতরই স্বর্ণা সন্তান প্রসব করেন। তারা যে ক্লিনিকে যেতেন রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর অ্যাম্বুলেন্সে করে সেখানেই তাদের পাঠানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও নবজাতক দুজনেই সুস্থ রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *