সুবর্ণবাঙলা ডেস্ক
পরিবারের সম্মতি ছাড়া, দলিত মেয়েকে বিয়ে করার জেরে ছেলেকে কুপিয়ে খুন করল বাবা।
নাতিকে বাঁচাতে আসায় বৃদ্ধা মায়ের উপরেও হামলা করে সে। ঘটনায় বেঘোরে প্রাণ হারান বৃদ্ধা।
নৃশংস ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলায়। পুলিশ সূত্রে খবর, ৪৭ বছরের অভিযুক্তের ছেলে সুভাষ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন। সেখানে অনুসূয়া নামের সহকর্মীর সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন সুভাষ। দুই সপ্তাহ আগে পরিবারকে না জানিয়েই অনুসূয়াকে বিয়ে করেন তিনি।
সুভাষের বিয়ের কথা জানতে পেরেই বাড়িতে স্ত্রী-সহ তাঁকে আমন্ত্রণ জানায় অভিযুক্ত। বাড়িতে অনুসূয়া, সুভাষ প্রবেশ করতেই তাঁদের উপর হামলা চালায় অভিযুক্ত। ধারাল অস্ত্র দিয়ে কোপ বসায় সুভাষের উপর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সেই সময় সুভাষকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর ঠাকুমা। তাঁর উপরেও হামলা করে অভিযুক্ত। তাঁরও মৃত্যু হয় ঘরে। চিৎকার, চেঁচামেচির শব্দ শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। গুরুতর আহত অবস্থায় অনুসূয়াকে হাসপাতালে নিয়ে যান তাঁরা। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।