সুবর্ণবাঙলা ডেস্ক
রাজশাহীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামের ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, প্রয়াত পবিত্র সিংহ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিবপুর থানার কেন্দুয়া গ্রামের অধিবাসী। তার বাবার নাম মৃত হরি গোপাল রায় সিংহ।
আরএমপির রাজপাড়া থানার তদন্ত পরিদর্শক রুহুল হক জানান, পবিত্র সিংহ গত ১৭ অক্টোবর রাজশাহী নগরীর কুমারপাড়ায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তিনি মারা যান।
তিনি আরও বলেন, পবিত্র সিংহের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি ভারতীয় নাগরিক তাই মরদেহ হস্তান্তরে কিছুটা সময় লাগবে। আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।