দুর্দান্ত পারফরম্যান্সে সুখবর পেলেন আফ্রিদি

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের চলতি আসরের শুরু থেকেই ছন্দে আছেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের এই তারকা পেসার ইতোমধ্যে বিশ্বকাপের চলমান আসরে ১৬ উইকেট শিকার করে শীর্ষে রয়েছেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩৭ রানে শিকার করেন ১ উইকেট। দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৬৬ রানে নেন ১ উইকেট, তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৩৬ রানে নেন ২ উইকেট।

এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রানে নেন ৫ উইকেট, আফগানিস্তানের বিপক্ষে ৫৮ রানে শিকার করেন ১ উইকেটে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৫ রানে নেন ৩ উইকেট। গতকাল মঙ্গবার বাংলাদেশের বিপক্ষে মাত্র ২৩ রানে শিকার করেন ৩ উইকেট।

বল হাতে এমন ধারাবাহিক পারফর্ম করে সুখবর পেলেন পাকিস্তানের এই তারকা পেসার।

বুধবার আইসিসির সপ্তাহিক হালনাগাদে ওয়ানডে বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে উঠে গেছেন আফ্রিদি।

পাঁচ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ৬৭৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে আসেন এই পেসার। র‍্যাংকিংয়ে এটাই শাহিন আফ্রিদির সেরা পজিশন। এর আগে গত বছরের জুনে ৬৮৮ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বর অবস্থানে ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *