শখের সাইকেলই কাল হলো অস্ট্রেলিয়ান তারকার

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক


ক্যামেরন ব্যানক্রফট

সাইকেল চালানোর শখই কাল হলো অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফটের। সাইকেল থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছেন তিনি।

কনকাশন সমস্যার কারণে তাই শেফিল্ড শিল্ডের ফাইনালে খেলা হচ্ছে না তার। ৯১৪ রান করা তাসমানিয়ার ব্যাটার বিউ ওয়েবস্টারের পর অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। দলকে ফাইনালে তুলতে ৪৮.৬২ গড়ে ৩ সেঞ্চুরি ও ৪ ফিফটিতে এই রান করেছেন ৩১ বছর বয়সি ব্যাটসম্যান।

দুর্দান্ত ছন্দে থাকা ব্যানক্রফটের ছিটকে যাওয়া তাই ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জন্য বিশাল ধাক্কাই। আগামী বৃহস্পতিবার আবার টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামবে তারা। শিরোপার মঞ্চে তাদের প্রতিপক্ষ তাসমানিয়া।

শেফিল্ড শিল্ডে গত কয়েক মৌসুম ধরে দুর্দান্ত ছন্দে আছেন ব্যানক্রফট। সর্বশেষ মৌসুমে তো ৯৪৫ রানে শীর্ষ রান সংগ্রাহকও ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *