স্পোর্টস ডেস্ক
মোস্তাফিজুর রহমান
শ্রীলংকার বিপক্ষে গতকাল সোমবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলে আজ ভারতে পাড়ি জমান মোস্তাফিজুর রহমান। তাকে স্বাগত জানিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিমানবন্দরের ছবি পোস্ট করে মোস্তাফিজ লিখেছিলেন- ‘নিজের নতুন দায়িত্বের জন্য উত্তেজনা নিয়ে অপেক্ষা করছি। ২০২৪ সালের জন্য চেন্নাইয়ের পথে। প্রার্থনায় রাখবেন, যেন নিজের সেরাটাই দিতে পারি।’
আগামী শুক্রবার থেকে শুরু হবে আইপিএলের ১৭তম আসর। এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে আইপিএলে খেলবেন মোস্তাফিজুর রহমান।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মোস্তাফিজের। এরপর মুম্বাই ইন্ডিয়ান্সের পর খেলেছেন রাজস্থান রয়েলসের হয়ে। সেখান থেকে দিল্লির ক্যাপিটালসে খেলেন। এবার খেলবেন চেন্নাইয়ে।
মোস্তাফিজকে বেস প্রাইজ দুই কোটি টাকাতেই দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনি আর স্টিফেন ফ্লেমিংয়ের চেন্নাই।
২২ মার্চ আইপিএল শুরু হয়ে ২৬ মে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। মোস্তাফিজকে ১২ মে পর্যন্ত পাবে চেন্নাই। তাকে ৫১ দিনের জন্য ছুটি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।