ইমরান খান-মাহমুদউল্লাহদের মাইলফলক স্পর্শ করলেন ইব্রাহিম

খেলাধুলা

স্পোর্টস ডেস্ক

ইব্রাহিম জাদরান – আইসিসি

আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন তারকা ওপেনার ইব্রাহিম জাদরান।

মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৩ বলে ৮টি চার আর ৩টি ছক্কায় ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেন ইব্রাহিম।

প্রথম আফগান ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করে ইমরান খান-মাহমুদউল্লাহ রিয়াদদের মাইলফলক স্পর্শ করেছেন ইব্রাহিম।

১৯৭৫ সালে বিশ্বকাপের প্রথম আসরে অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির ইতিহাস গড়েন অ্যালান টার্নার। একই আসরে ইংল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেন ডেনিস অ্যামিস। সেই আসরে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেন ক্লাইভ লয়েড ও অস্ট্রেলিয়ার গ্লেন টার্নার।

১৯৮৩ সালের তৃতীয় আসরে ভারতের প্রথম ক্রিকটোর হিসেবে সেঞ্চুরি করেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব। একই আসরে পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেন বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খান।

১৯৮৭ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন ডেভ হাউটন।

১৯৯৬ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন গ্যারি কার্স্টেন। একই আসরে শ্রীলংকার প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেন অরবিন্দ ডি সিলভা।

২০০৩ সালের আসরে কানাডার প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে সেঞ্চুরি করেন জন ডেভিসন। ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপের এবারের আসরে আফগানিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন ইব্রাহিম জাদরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *