টেকনাফে মাটির দেয়ালচাপায় একই পরিবারের ৪ জন নিহত

অন্যান্য ঘটণা- দুর্ঘটনা মফস্বল

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

রাতভর বৃষ্টিতে মাটির দেয়ালচাপায় কক্সবাজারের টেকনাফে একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হ্নীলা মৌলভীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দেয়ালচাপায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী।

নিহতদের পরিচয় টেকনাফের হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মৌলভী বাজার মরিচ্যাঘোনার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে সাইদুল মোস্তফা (২০), দুই মেয়ে নিলুপা বেগম (১৮) ও সাদিয়া বেগম (১১)।

হ্নীলার ১ নম্বর ওয়ার্ডের মেম্বার বশির আহমদের বরাত দিয়ে চেয়ারম্যান রাশেদ বলেন, ‘নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মরিচ্যাঘোনায় ফকির আহমেদের মাটির তৈরি ঘরের মাটির দেয়াল চাপা পড়ে তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে- মোট চারজন নিহত হয়েছেন। বৃষ্টি চলতে থাকায় দুর্ঘটনাস্থলে যাওয়ার রাস্তা কর্দমাক্ত রয়েছে।’

প্রতিবেশীদের বরাত দিয়ে স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক নুর মোহাম্মদ আশিক বলেন, ‘দরিদ্র পরিবার হিসেবে ফকির মোহাম্মদ তার মাথাগোঁজার ঠাঁই হিসেবে ঝুপড়ি ঘরটি মাটির দেয়াল তুলছিল। ওপরে পলিথিন দিয়ে নির্মাণাধীন ঘরের মাঝখানে রাত্রিযাপন করতেন পরিবারের সবাই। চারপাশের দেয়াল প্রায় উঠে গিয়েছিল। এরই মাঝে বুধবার রাত হতে বৃহস্পতিবার সারাদিন এবং রাতেও টানা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে মাটির দেয়াল হয়তো আবারও কাঁচা হয়ে যায়। অনেকে বলছেন রাতে হালকা ভূমিকম্পও হয়েছে। এ সময় হয়তো মাটির দেয়াল ধসে ঘুমন্ত মা-মেয়ে ও ছেলে চাপা পড়ে। ফজরের আজানের পর বিষয়টি সবার নজরে আসে।’

মেম্বার বশির আহমদ বলেন, ‘ঘটনা জানার পর আশপাশের লোকজন এগিয়ে এসে নিহতদের মাটিচাপা থেকে উদ্ধারের কাজ শুরু করেন।সবাইকে বের করা গেলেও তারা ঘটনাস্থলে মারা যান।’

টেকনাফের ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, ‘বাড়ির দেয়াল ধসে মাটি চাপায় হ্নীলায় একই পরিবারে চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনাস্থলে যাচ্ছি আমরা। বৃষ্টির কারণে কাঁদায় ভরে থাকায় সড়ক দিয়ে চলাচল কষ্টসাধ্য হচ্ছে। নিহতের পরিবারে প্রশাসনিক সহযোগিতা দেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *