অনলাইন ডেস্ক
পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা মঙ্গলবার এক জনসভায় দাবি করেন, তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় দলের তকমা হারানোর পর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছিলেন দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি। চারবার শাহকে ফোন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।
সেই দাবির প্রেক্ষিতেই আজ রাজ্যের বিরোধী দলনেতাকে নাম না করে চ্যালেঞ্জ করেছিলেন মমতা ব্যানার্জি। নবান্নে সাংবাদিক বৈঠক থেকে তিনি বলেন, যদি প্রমাণিত হয়, তিনি ফোন করেছিলেন অমিত শাহকে, তাহলে তিনি ইস্তফা দেবেন। সঙ্গেই বলেন তাঁকে এত সহজ ভাবার কারণ নেই।
এবার মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জের পাল্টা চ্যালেঞ্জ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি টুইটে লিখেছেন, ল্যান্ড ফোন থেকে ফোন করা হয়েছিল। সময়ে সব ফাঁস করবেন বলেও জানিয়েছেন শুভেন্দু। সঙ্গেই লিখেছেন, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা। প্রতিউত্তরের জন্য আগামীকালের অপেক্ষাও করতে বলেছেন নন্দীগ্রামের বিধায়ক।