ভারতে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ

আন্তর্জাতিক স্বাস্থ্য ও চিকিৎসা

সুবর্বাঙলা অনলাইন ডেস্ক

ফাইল ছবি

তীব্র দাবদাহের মধ্যেই ভারতে আবারও দাপট দেখাচ্ছে করোনাভাইরাস। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫৪২ জন। দেশটিতে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬৩ হাজার ৫৬২ জন। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৪০১।

বিশেষজ্ঞদের দাবি, মূলত ওমিক্রনের নতুন ধরনের জেরেই বাড়ছে সংক্রমণ। উপসর্গ মৃদু হলেও প্রাণ হারাচ্ছেন প্রবীণ ব্যক্তিরা। অন্যদিকে, যাদের হৃদপিণ্ড, কিডনি, ফুসফুস, যকৃতের রোগ আছে তাদের ক্ষেত্রে আরও সাবধানতা মেনে চলার নির্দেশ জারি করেছে ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার ৪ দশমিক ৩৯ শতাংশ। যদিও সাপ্তাহিক হার ৫ দশমিক ১৪ এ পৌঁছেছে। শুধু দিল্লিতেই শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৫৩৭ জন।

হাসপাতালে ভর্তির হার কম হলেও এখনও মারণ ভাইরাস কাড়ছে মানুষের প্রাণ। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লাখ ৩১ হাজার ১৯০ জনের।

তবে নতুন করে করোনার দাপটের মাঝেও স্বস্তি দিচ্ছে বাড়তে থাকা সুস্থতার হার। বর্তমানে ৯৮ দশমিক ৬৭ শতাংশ মানুষ এ ভাইরাসকে হার মানিয়ে সুস্থ হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টাতে করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ১৭৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের ৪৮৭টি ডোজ দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৪০ হাজার ১৪টি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যারা করোনার নতুন ভ্যারিয়েন্টের কবলে পড়ছেন তাদের মধ্যে ১-২ দিন ধরে জ্বর, গলা ব্যথা, মাথাব্যথা, ডায়রিয়ার মতো উপসর্গ ছাড়াও শরীরে প্রচণ্ড ব্যথার মতো উপসর্গ দেখা দিচ্ছে। করোনার নতুন উপধরন ‘এক্সবিবি ১.১৬’ ভ্যারিয়েন্ট তরুণদের অনেক বেশি সংক্রমিত করছে। এ নিয়ে বিশেষভাবে সাবধানতা মেনে চলার কথা বলেছেন চিকিৎসকরা। তাদের কথায়,’এক্সবিবি ১.১৬’ ভ্যারিয়েন্ট অল্পবয়সীদের সংক্রামিত করছে এমন অবস্থায় কোভিড বিধি মেনে চলা বাধ্যতামূলক। আতঙ্কিত না হয়ে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *