নিজের বোনের সঙ্গে কথা বললেও সন্দেহের চোখে দেখত হাসিন: শামি

খেলাধুলা বিনোদন

স্পোর্টস ডেস্ক

২০২৩ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি মোহাম্মদ শামি। মাত্র ৭ ম্যাচ খেলে ২৪ উইকেট পেয়েছেন শামি। তবে ফাইনালে অনেকটাই নিষ্প্রভ ছিলেন তিনি। মাত্র এক উইকেটেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। সেই নিয়েও আকারে ইঙ্গিতে মন্তব্য করতে ছাড়েননি শামির সাবেক স্ত্রী হাসিন জাহান। খবর হিন্দুস্তান টাইমসের।

বিশ্বকাপ ফাইনালের দিনই হাসিন বলেছিলেন, ‘শেষ পর্যন্ত জয় শুধু ভালো মানুষদের হয়’। তারপর কখনো ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার দোয়া যদি এত শক্তিশালী হয়, তাহলে ভাবুন আমার অভিশাপ কত জোরালোৃ এটা আসলে সবাই জানে। তবে দোয়া আর অভিশাপের প্রভাব চটজলদি কাজ করে না’।

হাসিন-শামির দাম্পত্য কলহ আজকের নয়। দীর্ঘদিন ধরে তাদের ডিভোর্স মামলা আদালতে বিচারাধীন, কিন্তু এখনো খাতায় কমলে স্বামী-স্ত্রী দুজনে। হাসিন-পর্ব তার জীবনে কতটা প্রভাব ফেলেছে সেই নিয়ে বেশ কয়েক বছর আগে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন শামি। স্ত্রী বছরে ‘দেড় কোটি টাকা খরচ করে’ অভিযোগ পেসারের। হাসিনের জমি, গয়না, জামা-কাপড়ের জন্য এ খরচ দিতে হয় শামিকে। ব্যাংক স্টেটমেন্ট সামনে এনে জানিয়েছিলেন এই বোলার। তারপরেও আদালতে হাসিনের অভিযোগ, সংসার খরচ বাবদ কোনো টাকাই দেন না শামি। মেয়ের খরচও দেন না।

শামির বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণ, গার্হস্থ্য হিংসার মতো গুরুতর অভিযোগ এনেছেন হাসিন। স্ত্রীর জন্য বারবার আদালতে যান শামি। একটা সময় আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। তার কথায়, ‘আমি জানি সত্যিটা এক দিন ঠিক সামনে আসবে। যখন যেখানে যেতে বলা হয়েছে আমি গিয়েছি। ৪-৬ দিন একটু মানসিক সমস্যা হয়েছিল। কিন্তু পরিবার আমার পাশে ছিল। তখন নিজেকে বোঝালাম যে, আমার নতুন করে শুরু করা উচিত। আমি তো আর কাউকে খুন করিনি যে পালিয়ে যাব। আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, সেটাও সত্যি নয়। তাহলে আমি কেন থেমে থাকব।’

শামির কথায়, নিজের বোনের সঙ্গে কথা বললেও সন্দেহের চোখে দেখত হাসিন। ৭ ডিসেম্বর শামির ভাই তাকে ধর্ষণ করেছে, এমন অভিযোগ হাসিনের। তার পালটা ওই ভাইরাল সাক্ষাৎকারে শামি জানিয়েছেন, আগের দিন (৬ ডিসেম্বর) রাতে ভুবনেশ্বর কুমারের রিসেপশনে শামির সঙ্গে হাজির ছিলেন হাসিন। সেই দিন সকালে দিল্লির তাজ হোটেল থেকে সকাল ১০টা নাগাদ চেক আউট করেন তারা। এরপর দুপুর ৩টার পর উত্তর প্রদেশের গ্রামের বাড়িতে পৌঁছান। স্ত্রীকে সেখানে রেখে ফার্ম হাউসের উদ্দেশ্যে রওনা দেন শামি। ঠান্ডায় কেন হাফহাতা জ্যাকেট পরে শামি বেরিয়ে পরেছেন মেসেজ করে জানতে চেয়েছিলেন হাসিন। পরদিন মুদির দোকানের লিস্ট পাঠিয়ে জিনিস এনে দেওয়ার আবদার করেছিলেন। শামির প্রশ্ন, আগের রাতে ধর্ষণের মতো ঘটনা ঘটে থাকলে এটা কীভাবে সম্ভবপর?

২০১৪ সালের ৬ জুন শামি বিয়ে করেছিলেন হাসিনকে। যদিও বছর তিনেক যেতে না যেতেই ফাটল ধরে সেই সম্পর্কে। তাদের একমাত্র সন্তান আইরা হাসিনের কাস্টডিতেই রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *