৯৯৯-এ আট বছরের শিশুর অভিযোগ, মাকে আটকে করেছে পুলিশ!

আইন আদালত

সুবর্ণবাঙলা ডেস্ক

রাজধানীর মিরপুরে মায়ের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে রাফসান হোসেন তামিম (৮) নামে এক শিশু। শুক্রবার বিকালে ৯৯৯ এ ফোন করে এই অভিযোগ করে।

অভিযোগের প্রেক্ষিতে তামিমের মা তানজিমা মোস্তফা আরজুকে (৩০) আটক করেছে পুলিশ।

অভিযোগকারী তামিম মিরপুর ৬০ ফিট এলাকার নলেজ হেভেন নামে একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে জানায়, তার বাবা-মায়ের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। আর এ কারণে তার মা শুধু তাকে মারধর করে।

তামিম আরও জানায়, তার বাবা তাকে বলেছে কখনও কোনো বিপদে পড়লে ৯৯৯ এ ফোন করতে। ফোন করলে পুলিশ আসে। সে কথা মোতাবেকই সে ৯৯৯ এ ফোন করে। ৯৯৯ থেকে তামিমের সাথে সরাসরি মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীনকে সংযুক্ত করা হয়। ফোন পাওয়ার সাথে সাথেই মিরপুর মডেল থানা পুলিশের একটি দল তামিমের মা তানজিনা মোস্তফা আরজুকে আটক করে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *