মাগুরায় বিএনপি-আওয়ামী লীগ দফায় দফায় সংঘর্ষ

আইন আদালত জাতীয় রাজনীতি

মাগুরা প্রতিনিধি

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর গ্রামের স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত দুপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন আহত এবং ১০টি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে সব্দালপুর বাজার ও গ্রামের মধ্যে সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর হাফিজার ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল মোল্যা সমর্থিতদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সম্প্রতি সারা দেশে রাজনৈতিক মামলার ধারাবাহিকতায় ঢাকার একটি মামলায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে আসামি করার ঘটনা নিয়ে সব্দালপুর গ্রামে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিতদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

তারই সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে উভয়পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে। এ সময় তারা ঢাল সড়কি নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করে। সংঘর্ষ চলাকালে হাফিজার মোল্যা, মিলন শেখসহ অন্তত ১৫ জন কমবেশি আহত হয়েছে। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ১০টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা মীর হাফিজার বলেন, ঢাকায় সাব্বিরকে আসামি করে মামলা হয়েছে। ওই ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা না থাকলেও তারা আমাদের দায়ী করে হামলা চালিয়েছে। এ হামলায় বিগত সময়ে আওয়ামী লীগের সঙ্গে চলা বিএনপি কর্মীরা জড়িত আছে।

হামলার বিষয়ে আওয়ামী লীগ কর্মী সাব্বির কিংবা তার সমর্থিতদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ গৌতম ঠাকুর বলেন, সংঘর্ষের খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া সেনা সদস্যরা টহল জোরদার করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *