তারা যে কায়দায় মোবাইল ও ব্যাগ ছিনতাই করত নারীদের

অন্যান্য আইন আদালত শহর

সুবর্ণবাঙলা প্রতিনিধি

রাজধানীর মিরপুরে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ছিনতাইকারীরা নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করে বলে তারা ‘ধাক্কা পার্টি’ নামে পরিচিত।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. রাসেল, মো. আমান, মো. উজ্জল ও রনি।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন যুগান্তরকে বলেন, গ্রেফতার আসামিরা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের প্রত্যেকের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তারা সাধারণত নারীদের কাছ থেকেই ছিনতাই করে থাকে।

ওসি আরও বলেন, তারা জনবহুল স্থানে আশ্রয় নিয়ে থাকে। বিশেষ করে মার্কেট ও শপিং মলের সামনে তাদের আনাগোনা বেশি। কোনো নারীকে দেখলেই গ্রুপের দুজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন। এরপর ওই নারীর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে গ্রুপের অন্য সদস্যরা ওই নারীর ব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যান। একই কায়দায় মোবাইল ফোন নিয়ে পালাতে গিয়ে ঘটনাস্থল থেকে পুলিশের হাতে গ্রেফতার হন। তাদের থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *