স্পোর্টস ডেস্ক
আগামী ১৯ জানুয়ারি দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে অনূর্ধ্ব-১৯ ছেলেদের বিশ্বকাপ। ১১ ফেব্রুয়ারি হবে ফাইনাল।
দক্ষিণ আফ্রিকার পাঁচটি ভেন্যুতে যুব বিশ্বকাপের ৪১টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টের দ্বিতীয় দিনে প্রথম মাঠে নামবে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের মানগাউং ওভালে টাইগারদের প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত।
২০২০ সালে দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
১৬ দলের এই বিশ্বকাপের এ-গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
‘বি’ গ্রুপে আছে-ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। ‘সি’ গ্রুপে আছে- অস্ট্রেলিয়া, শ্রীলংকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ডি গ্রুপে আছে- পাকিস্তান, নেপাল ও নিউজিল্যান্ড।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপিং
গ্রুপ ‘এ’: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র
গ্রুপ ‘বি’: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড
গ্রুপ ‘সি’: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, নামিবিয়া
গ্রুপ ‘ডি’: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল
গ্রুপ পর্বে বাংলাদেশের সূচি
১৯ জানুয়ারি—বাংলাদেশ-ভারত, ব্লুমফন্টেইন
২২ জানুয়ারি—বাংলাদেশ-আয়ারল্যান্ড, ব্লুমফন্টেইন
২৬ জানুয়ারি—বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, ব্লুমফন্টেইন