অভিমানে ঘরছাড়া কিশোরী গণধর্ষণের শিকার

অন্যান্য আইন আদালত

সিলেট ব্যুরো

সিলেটে অভিমান করে ঘরছাড়া এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। রোববার রাতে শহরতলীর পরগনা বাজারসংলগ্ন খুনীরচক এলাকায় এ ঘটনা ঘটে।

সোমবার সকালে ভিকটিমকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

ওই রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানায় মামলা করা হয়েছে। থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যার পর মা-বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় ওই কিশোরী। স্থানীয় খুনীরচক এলাকা থেকে চার যুবক তাকে তুলে নিয়ে নির্জন স্থানে রাতভর গণধর্ষণ করেন। সকালে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *