পশ্চিমাদের উন্নয়নশীল দেশকে সহায়তা করার প্রতিশ্রুতি ‘ডাহা মিথ্যা’: ল্যাভরভ

আন্তর্জাতিক

সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: তাস

গ্লোবাল সাউথ ও গ্লোবাল ইস্টের উন্নয়নশীল দেশগুলোকে পশ্চিমারা সহায়তা করার যে প্রতিশ্রুতি দিয়েছে তা ডাহা মিথ্যা কথা বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। খবর তাসের।

রাশিয়ার চ্যানেল ওয়ানে দ্য গ্রেট গেম শোতে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার শীর্ষ কূটনীতিক বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশ হতে চাওয়া বা গ্লোবাল সাউথ ও গ্লোবাল ইস্টকে সক্রিয়ভাবে বিকশিত করতে চাওয়া বা মানবজাতিকে বাঁচানোর জন্য পশ্চিমারা যে ধরনের পরিকল্পনার কথা বলে তা শুধু ফালতু কথা এবং ডাহা মিথ্যা।’

দুটি অংশে প্রতিশ্রুত তহবিলের পরিমাণ আসলে ইউক্রেনে যা পাঠানো হয়েছে তার একটি নিছক ভগ্নাংশ মাত্র বলেও মন্তব্য করেন তিনি।

ল্যাভরভ বলেন, ‘আফ্রিকান দেশগুলোকে পশ্চিমারা যে প্রতিশ্রুতি দিয়েছে আর জলবায়ু পরিবর্তনকে মোকাবিলা করার জন্য উন্নয়নশীল দেশগুলোকে যে প্রতিশ্রুতি দিয়েছে তার মধ্যে দশগুণ পার্থক্য রয়েছে৷’

২০১৫ সালে পরবর্তী দশকে প্রতি বছর ১০০ বিলিয়ন ইউরো তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ল্যাভরভের মতে, ইউক্রেনকে সমর্থন করার অর্থও ফুরিয়ে যাচ্ছে পশ্চিমাদের। সবাই খোলাখুলি বলছে, যতদূর আমি বুঝি এখানে কোন গোপনীয়তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *