সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
ভ্লাদিমির পুতিন। ছবি: তাস
ভ্লাদিমির পুতিন ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) কাছে প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিয়েছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাতে এ খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা তাস।
পুতিনের কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে পেসকভ তাসকে বলেন, ‘হ্যাঁ, তিনি জমা দিয়েছেন।’
আগামী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুতিন। রাশিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের আইন অনুসারে তাকে ৫০০ নিবন্ধিত ভোটার সংগ্রহ করতে হয়েছিল যারা তার প্রচারকে সমর্থন করে। দলটি ১৬ ডিসেম্বরে বৈঠকে বসে সর্বসম্মতভাবে পুতিনকে সমর্থন করেছিল।
সিইসির কাছে জমা দেওয়া নথির মধ্যে রয়েছে প্রার্থী ও সমস্ত অংশগ্রহণকারীদের ব্যক্তিগত ডেটা, সভার প্রোটোকল, গ্রুপের কমিশনারদের তালিকা, প্রার্থীতার ক্ষেত্রে সম্মতি দেওয়ার ঘোষণা ও অন্যান্য নথির নম্বরসহ গ্রুপ নিবন্ধনের আবেদন।