সুবর্ণবাঙলা ডেস্ক
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম
এবারের নির্বাচনে বেশ কয়েকজন মার্জিত অমায়িক ভদ্রলোক অংশ গ্রহন করছেন। তাদের রাজনৈতিক স্বচ্ছতার পরিচয় মিলে তাদের, ছাত্ররাজনীতির ইতিহাস পর্যালোচনা করলে। তাঁদের নির্বাচনে অংশ নেয়া নিঃসন্দেহে জাতির জন্যে আশাব্যাঞ্জক বিষয়।
আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম জনসংযোগ করছেন ফেনী -১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে।
হাতে গুনা এই বৈশিষ্ট্যের অন্যতম হচ্ছেন ফেনি-১ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলাউদ্দিন চৌধুরী নাসিম। তাঁর মত প্রতিনিধি পাওয়া ফেনী বাসির সৌভাগ্য।
স্বতঃস্ফূর্ত নির্বাচনী মিছিল
যিনি ইতিমধ্যে জোর গলায় ঘোষণা করেছেন, ”কন্ঠে কন্ঠ মিলিয়ে বলতে চাই একটি জাল ভোটও আমার ভোটের বাক্সে পড়ুক আমি তা চাই না”