যুগান্তর ডেস্ক
কুমির
কুমিরের পেট থেকে অক্ষত অবস্থায় জীবন্ত মানুষ বের হয়ে আসা চমকে যাওয়ার মতোই ঘটনা বটে। এমন ঘটনার ভিডিও এখন ভাইরাল।
ভিডিওটি দেখার সময় প্রত্যেকেরই মনে হয়েছে, তারা কুমিরের ভয়ংকর আক্রমণ প্রত্যক্ষ করছেন। কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায়, রক্তখেকো এই প্রাণী মূলত রোবট।
রোবট কুমির নামের ওই ভিডিওতে এরই মধ্যে ছয় লাখের বেশি লাইক পড়েছে। রোবট কুমিরটির হালচাল একদম জীবন্ত কুমিরের মতোই, যা দেখে অভিভূত দর্শকরা। এনডিটিভি।