ডয়েচে ভেলে
সংগৃহীত ছবি
খালাফ আল-রোমাইথি নামের এক ব্যক্তি তার ছেলের স্কুল খুঁজতে গত মে মাসে তুরস্ক থেকে জর্ডান গিয়েছিলেন। কিন্তু সেখানে ডিজিটাল বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে তাকে গ্রেপ্তার করে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়৷ সেখানে তিনি এখন ১৫ বছরের জন্য কারাভোগ করছেন৷
অন্যদিকে ৫৮ বছর বয়সি আল-রোমাইথি তুরস্কের পাসপোর্ট নিয়ে জর্ডান যান। কিন্তু আম্মান বিমানবন্দরের ডিজিটাল বায়োমেট্রিক শনাক্তকরণ পদ্ধতির মাধ্যমে তার চোখের আইরিশ শনাক্ত করে যে তিনি সংযুক্ত আরব আমিরাতে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি।
২০১৩ সালে আরব আমিরাতের নেতৃত্বের সমালোচনা করা ৯৪ ব্যক্তির বিচার করা হয়েছিল৷মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ওই বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল৷
বেসরকারি সংস্থা ‘এমিরেটস ডিটেইনিস অ্যাডভোকেসি সেন্টারের’ পরিচালক হামাদ আল-শামসি আইরিশ স্ক্যান করে আল-রোমাইথির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।