সুবর্ণবাঙলা অনলাইন ডেস্ক
হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। ছবি: এএফপি
গোপন আলোচনা ও হামাস প্রধানের মিসর সফরে আসায় নতুন করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি হতে পারে ধারণা করা হচ্ছে। বুধবার মিসর সফর করেছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। খবর এএফপির।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে এড়ড়মষব ঘবংি অনুসরণ করুন
হানিয়া কাতার ছাড়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে দেখা করেছেন। কিন্তু তাদের বৈঠকের বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গভীর রাতে গাজায় ৭ অক্টোবরের হামলার পর থেকে বন্দী থাকা বাকি ১২৯ জিম্মির আত্মীয়দের জানিয়েছেন, মোসাদের প্রধান জিম্মিদের মুক্ত করার জন্য কাজ করছেন।
নেতানিয়াহু তাদের বলেন, ‘জিম্মিদের মুক্ত করার প্রক্রিয়া প্রচার করতে আমি মোসাদের প্রধানকে দুবার ইউরোপে পাঠিয়েছি। আমি এই বিষয়ে কোন প্রচেষ্টায় ছাড় দেব না। আমাদের দায়িত্ব তাদের সবাইকে ফিরিয়ে আনা।’
মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া চলতি সপ্তাহে ওয়ারশতে সিআইএ প্রধান বিল বার্নস ও কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে ইতিবাচক বৈঠক করেছেন। এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে এ তথ্য জানিয়েছে।
যুদ্ধবিরতির বিনিময়ে গাজায় অবশিষ্ট জিম্মিদের মুক্তি ও ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিদের সম্ভাব্য মুক্তির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চলমান ছিল।
ইসমাইল হানিয়াহ গোয়েন্দা প্রধান আব্বাস কামালের সঙ্গে আলোচনার জন্য বুধবার মিসর সফর করেছেন। কায়রো ঐতিহাসিকভাবে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী।
হামাসের ঘনিষ্ঠ একটি সূত্রও নাম প্রকাশ না করার শর্তে বলেছে, আলোচনায় যুদ্ধবিরতি ও গাজা উপত্যকায় আরোপিত অবরোধের অবসানের জন্য বন্দীদের মুক্তির একটি চুক্তি প্রস্তুত করার বিষয়ে আলোকপাত করা হবে।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলের সামরিক অভিযানে ১৯ হাজার ৬৬৭ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অধিকাংশ বাসিন্দা পানি, খাদ্য ও বিদ্যুতের অভাবে মানবেতর দিন কাটাচ্ছে।
গত মাসে কাতারের মধ্যস্থতায় এক সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছিল। সেসময় ২৪০ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ৮০ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল।
হামাসের ঘনিষ্ঠ সূত্রটি বলেছে, মিসর আলোচনায় এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি এবং নারী, শিশু ও বেসামরিক পুরুসহ ৪০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার বিষয়ে আলোচনা হবে।